Friday, November 29, 2013

কি যে আমার পরিনতি


পুর দিন বামাক্ষেপার গান শুনে
কি ভাল লাগে?
কিংবারবীন্দ্র সঙ্গীত
শুনে কি পথ হারার ভাগ জাগে?
চেয়ে-চেয়ে আকাশ দিকে
পাই শুধু শূন্য,
নাই বুঝি পাপের গতি
নাই করি কোন পুণ্য
ভাল-মন্দ -
যেন দাদুর যুগের গল্প,
পুজো-তীর্থ -
যেন আকর্মন্নের প্রকল্প;
আমি যে আছি
তাতে  বা কার উপকার
আমি যে চলে যাব
ক্ষতি  বা হবে কত কার?
দগ্ধ বৃদ্ধের মতুন
খাঁ - খাঁ করে দিন
আর চলন্ত খালি ট্রামের মতুন
রাত করে চিত্কার
ভিক্ষের পাত্র নিয়ে
জ্যোত্সনা নামে শহরে
ছাদ থেকে পড়ে
নালার আবর্জনার হাথ ধরে
ডুবে যায়ে সাগরের গভীরে
আমি ছুটে-ছুটে
ধরি শুধু ছায়া,
দুই ফোটা জলে ভিজিয়ে
রাখি তার ধবল স্মৃতি,
জানি না
কি যে আমার পরিনতি।

(মৃত্যুঞ্জয়)
কলকাতা
২৫.১১.২০১৩

2 comments: